প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশের ঘোষণা বিএনপির

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তিনি বলেন, আমরা ১ সেপ্টেম্বর আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চাইব। এ উপলক্ষে গণপূর্ত মন্ত্রণালয় ও ডিএমপি কমিশনারকে চিঠি দেয়া হবে। আমরা আশা করছি, সমাবেশের অনুমতি পাব।

রিজভী বলেন, আগামীকাল আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার মুক্তি ও রোগমুক্তির কামনায় সারা দেশে পূর্বঘোষিত মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। ঢাকায় হবে বেলা ১১টায় নয়াপল্টনে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন উপস্থিত ছিলেন।