খুলনায় ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

খুলনায় আবারো ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল গ্রেফতার হয়েছে। এসময় তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনের কনস্টেবল প্রীতম রায়, সুমন মন্ডল ও শাওন রায়। এদের মধ্যে কনস্টেবল প্রীতম সাতক্ষীরার সদর থানাধীন ফিংড়ী এলাকার পবিত্র রায়ের ছেলে। অন্য দু’জনের বাড়ি খুলনার দাকোপ ও ডুমুরিয়া এলাকায়।

মঙ্গলবার রাতে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর তাদেরকে আটকের কথা স্বীকার করেন। তিনি জানান, ৯ পিস ইয়াবাসহ তাদেরকে মহানগরীর মিডনাইট আবাসিক হোটেল থেকে গ্রেফতার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে মহানগরীর খালিশপুর থানার আইজ্যার মোড় এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিলসহ পুলিশের এএসআই ও কনষ্টেবলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।