অনুশীলনে দেরি হলে ৫০০ টাকা জরিমানা

মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক। কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সতর্ক না হলে জরিমানা দিতে হবে, এমন আইন চালু হচ্ছে ভারতীয় হকি দলে।

ভারতে ক্রিকেটের পাশাপাশি হকিও জনপ্রিয়। এশিয়া কাপ হকির সর্বশেষ চ্যাম্পিয়ন ভারত। দেশে এবং দেশের বাইরে অসাধারণ অসাধারণ খেলে আসছে ভারতীয় হক দল। ভবিষ্যতে যাতে সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকে সেজন্য সতর্ক কোচ হরেন্দ্র সিং।

যে কারণে এশিয়া কাপে খেলতে নামার ভারতীয় হকি দলের কোচ বলেন, ট্রেনিং শুরু হওয়ার ২ মিনিট পর যদি কেউ মাঠে আসে তাহলে তাকে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। দলের বাকি ১০ জন একরকম নিয়মে চলছে আর আমি অন্যরকম। এমনটি হলে বুঝে নিতে হবে আমি ভুল দিকে যাচ্ছি।

হকি দলের কোচ বলেন, নিজেকে তখনই সতর্ক করা উচিত। শুধু তাই নয়, জরিমানা ছাড়াও আরেকরকম শাস্তির ব্যবস্থা করা হয়েছে। ওদের মধ্যে যে ভুল করবে তাকে সর্বক্ষণ একটা টুপি পরে থাকতে হবে। রুস্টার হ্যাট টুপিটা দেখে হাসি পাবে। কিন্তু পরোক্ষভাবে ওরা নিজেদের ভুলের উপরই হাসবে। সেই হাসির মধ্যে দিয়ে নিজেদের অজান্তেই প্রত্যেকে পরেরবার ভুল না করার অঙ্গীকার করবে।

ভারতীয় হকি দলের অধিনায়ক পিআর শ্রীজেশ বলছেন, কোচ জানেন খেলোয়াড়রদের কি ভাবে ডিসিপ্লিনের মধ্যে রাখতে হয়। অনেক সময় আমরা একজন ভুল করে বসি, যে ভুলের কারণে তাকে মাঠও ছাড়তে হয়। তার সেই শূন্যস্থান পূরণ করতে গোটা দলকে নেমে পড়তে হয়। তাই এরকম একটা নিয়মের দরকার ছিল।