জনপ্রিয়তাই বঙ্গবন্ধুর কাল হয়েছিল: প্রধানমন্ত্রী

পাহাড়সম জনপ্রিয়তাই বঙ্গবন্ধুর জন্য কাল হয়েছিল বলে মন্তব্য করেছেন তাঁর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘খুনিরা সাক্ষাৎকারে বলেছে- শেখ মুজিব এত বেশি জনপ্রিয়, শত চেষ্টা করেও তাঁর জনপ্রিয়তা কমানো যায়নি। যার কারণে তাঁকে হত্যা করা হয়েছে।’

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে মিথ্যা অপ্রপ্রচার শুরু হয়েছিল। জনগণকে বিভ্রান্ত করা অপচেষ্টা হয়েছে। কর্নেল রশিদ-ফারুকরা বলেছিল— শেখ মুজিব এত বেশি জনপ্রিয়, শত চেষ্টা করেও তাঁর জনপ্রিয়তা কমানো যায়নি। যার কারণে তাঁকে হত্যা করা হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘গণতন্ত্র দিয়েছে বলে অনেকে জিয়াউর রহমানকে বাহবা দেয়ার চেষ্টা করেছে। আমার প্রশ্ন, জিয়াউর রহমান কিভাবে ক্ষমতায় এসেছিলেন? অস্ত্রের মুখে বিচারপতি সায়েমকে হটিয়ে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করলেন। পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করতেন তিনি। গুম আর হত্যা করাই তো ছিল জিয়ার কাজ। হাজার হাজার সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন তিনি।’