প্রিয়াঙ্কার বাগদানের আংটির দাম দেড় কোটি!

মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাগদান হয়ে গেছে। এটা বেশ কিছু দিন আগের খবর। শোনা যায়, নিক জোনাসের জন্মদিনে নিউ ইয়র্কেই প্রিয়াঙ্কার অনামিকায় আংটি পরিয়ে দেন নিক।

যদিও এতো দিন বাগদানের সেই আংটির দেখা কেউ পাননি কিংবা প্রিয়াঙ্কা নিজেও কিছু জানাননি। তবে এবার প্রকাশ্যে এসেছে প্রিয়াঙ্কার বাগদানের আংটি। আর সেই আংটি নিয়েও আপাতত মেতে আছে বলি পাড়া।

সম্প্রতি নব্বই দশকের তারকা রাভিনা ট্যান্ডনের সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই দেখা যায় প্রিয়াঙ্কার অনামিকা আঙুলে একটি হীরার আংটি। জানা গেছে, এটা ৪ ক্যারেটের কুশন-কাট হীরা। যার দাম দুই লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় দেড় কোটি টাকার মতো।

এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, নিক জোনাসকে বিয়ের জন্যই প্রিয়াঙ্কা চোপড়া ‘ভারত’ ছবির কাজ ছেড়েছেন। প্রিয়াঙ্কার পরিবারের সঙ্গেও নিক জোনাসের পরিচয় পর্ব সম্পন্ন হয়েছে কিছু দিন আগে। তাই ধারণা করা হচ্ছে, শিগগিরই মালাবদল করবেন প্রিয়াঙ্কা ও নিক।