জিয়া, খালেদা ও তারেক বঙ্গবন্ধুর খুনি ও ৭১’র খুনিদের আশ্রয়-প্রশ্রয় দাতা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ঝরেপড়া রোধ ও শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি ও অংশীজনের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী।
হাসানুল হক ইনু বলেন, জিয়া, খালেদা ও তারেক যে ভয়াবহ দুস্কর্মের সাথে জড়িত তা অস্বীকার করার উপায় নেই। তারপরও যারা অস্বীকার করে তারা কার্যত জিয়া, খালেদা, তারেক ও বিএনপির দুস্কর্মকে গণতন্ত্রের ধোঁয়াতে ধোঁয়া তুলে আড়াল করতে চাই।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সদস্য মহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।