শ্রাবণ্যর ভিন্ন অভিজ্ঞতা

মডেল-উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা এবার ঈদকে ঘিরে বেশ কিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এরমধ্যে কিছু অনুষ্ঠানে হয়েছে তার ভিন্ন রকমের অভিজ্ঞতা।

এ প্রসঙ্গে জানতে চাইলে শ্রাবণ্য তৌহিদা বলেন, এবার ঈদে আমি বেশকিছু অনুষ্ঠান উপস্থাপনা করেছি। এটিএন বাংলায় তারকাদের নিয়ে ‘স্টার ক্যানভাস’, এনটিভিতে ‘একজন কিংবদন্তির গল্প’, এশিয়ান টিভির সাত পর্বের সেলিব্রেটি কুকিং শো, গাজী টিভির জন্য ডাক্তারদের নিয়ে একটি শোসহ বেশকিছু অনুষ্ঠানে কাজ করছি। এরমধ্যে ‘একজন কিংবদন্তির গল্প’ অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী। এ অনুষ্ঠানের উপস্থাপনাটা ছিল আমার জন্য ভিন্ন এক ধরনের অভিজ্ঞতা। আশা করছি, ঈদের এ অনুষ্ঠানগুলো দর্শকরা পছন্দ করবেন।