বাগদানের পর নাচে বুঁদ প্রিয়াংকা

গতকাল মুম্বইতে নিজের বাড়িতে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন প্রিয়াংকা চোপড়ার। পাঞ্জাবি রীতি মেনে হয়েছে রোকা অনুষ্ঠান। এরপর বলিউডি দুনিয়া ও ঘনিষ্ঠদের জন্য এক বিরাট পার্টি দেন প্রিয়াংকা। সেখানে স্বামীর সঙ্গে নাচতে দেখা গেছে নায়িকাকে। তার হাতে ছিলো ওয়ানই গ্লাস। আর তাদের নাচের ভিডিও করেছেন খোদ নিক জোনাস।

একটি ইংরেজী গানের সঙ্গে নাচে বুঁদ হতে দেখা গেছে প্রিয়াংকাকে। পার্টিতে সবার পরনেই ছিলো ওয়েষ্টার্ন পোশাক। এই পার্টিতে আরও ছিলেন পরীনিতি চোপড়া, সালমান খানের বোন অর্পিতা, পরিচালক বিশাল ভারদ্বাজ, আলিয়া ভাট, সঞ্জয় লীলা বানসালি প্রমুখ।

এদিকে বাগদানের অনুভূতি জানাতে গিয়ে প্রিয়াংকা বলেন, আজকে আমার জীবনের অন্যতম আনন্দের দিন। নিকের মতো মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। আমাদের মনের অনেক মিল রয়েছে। সে কারণেই একসঙ্গে জীবন পার করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জন্য দোয়া করবেন।