শৈশবে খেলার স্বামীকে চা দিতেন প্রিয়াঙ্কা!

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন তাঁর ভক্তদের জন্য। মিষ্টি ওই ছবিতে দেখা যায়, প্রিয়াঙ্কা চোপড়াকে তিনি নিবিড় আলিঙ্গনে বেঁধেছেন।

গতকাল বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী, গীতিকার নিক জোনাসের বাগদান সম্পন্ন হয়। সকালে পরিণীতি লক্ষ্ণৌ থেকে ‘জাবারিয়া জদি’র শুটিং ফেলে চাচাতো বোনের বাগদানে যোগ দেন। তিনিও পরেছিলেন হলুদ সালোয়ার-কামিজ।

আলিঙ্গনের ওই ছবি শেয়ার করে পরিণীতি চোপড়া অসাধারণ ও দীর্ঘ ক্যাপশন দেন, যেখানে তাঁর শৈশবের দিনগুলোও উঠে আসে। প্রিয়াঙ্কা নিককে কতটা ভালোবাসেন, সেসবও লেখেন তিনি। আর নিককে জানান প্রিয়াঙ্কার হৃদয়ের কথাও।

সঙ্গী হিসেবে সঠিক মানুষকে নির্বাচন করার জন্য মুগ্ধতাও প্রকাশ করেন। বলেন, সবকিছু তাঁর কাছে জাদুর মতো লাগছে।

জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, ‘আজ আমি জাদু ও রূপকথার সাক্ষী… মিমি (প্রিয়াঙ্কা) দিদি ও আমি ঘর-ঘর খেলতাম। বর দেখলে আমরা লজ্জা পেতাম, কল্পনার বাচ্চাও ছিল আমাদের। কল্পনার স্বামীকে আমরা চা দিতাম। আমরা সবসময় ভালোবাসার জাদুতে বিশ্বাস করতাম। আশা করতাম, একদিন আমরা দুজন সঙ্গী হিসেবে সঠিক মানুষকে পাব। আজ তা আর কল্পনা নয়।’

নিকের প্রশংসা করে পরিণীতি বলেন, প্রিয়াঙ্কার জন্য নিকের চেয়ে সঠিক মানুষটির কথা তিনি ভাবতে পারছেন না।

‘সকালে আমি বলেছি, ‘একজন মানুষকে দুটো দিক থেকে বিচার করতে হয়। এক. তাঁর সঙ্গে ঘুরো। দুই. তাঁর সঙ্গে খাও। নিক, আমি তোমার সঙ্গে দুটোই করেছি। তাই আমি জানি, তুমিই ওর জন্য পারফেক্ট।’

এরপর নিককে বলেন, ‘ওকে (প্রিয়াঙ্কা) ভালোবেসো, কারণ সে তোমাকে পাগলের মতো ভালোবাসে। তাঁকে রক্ষা করো, কারণ শক্ত হলেও ওর হৃদয় নরম। তোমাদের দুজনকেই ভালোবাসি। আশা করি, তোমরা আজীবন সুখে থাকবে! রোকা ও ভবিষ্যতের বিয়ের শুভেচ্ছা!’

পরিণীতি স্বল্পসংখ্যক অতিথিদের একজন। সকালে আয়োজিত পূজাপর্বসহ অন্যান্য অনুষ্ঠানে খুব কম মানুষকেই নিমন্ত্রণ করা হয়। প্রথাগত সনাতন ধর্মীয় অনুষ্ঠান রোকায় প্রিয়াঙ্কা ও নিকের পরিবারের সদস্য ও কিছু বন্ধু ছিলেন। প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ও নিকের বাবা-মা কেভিন জোনাস-ডেনিস জোনাস পাত্র-পাত্রীকে তাঁদের পরিবারের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।

নিকের মা ডেনিস ইনস্টাগ্রামে পোস্ট করেন। সন্তান নিক জোনাস ও হবু বউমা প্রিয়াঙ্কা চোপড়াকে ভালোবাসা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। নিকের বাবাও পোস্ট করেন। সন্তানের প্রতি শুভ কামনা জানিয়ে হবু পুত্রবধূকে পরিবারের নতুন সদস্য হওয়ার জন্য অভিনন্দন জানান।

বাগদান অনুষ্ঠান সম্পন্নের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা-নিক পরস্পরের প্রতি ভালোবাসা জানান। প্রথমে প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে একটি আদুরে ছবি পোস্ট করেন, যেখানে হবু বর নিক জোনাসকে তিনি জড়িয়ে ধরে আছেন। লিখেন, নিককে তিনি সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে গ্রহণ করেছেন। নিক জোনাসও লিখেছেন উচ্ছ্বসিত হয়ে। বলেছেন, তিনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান।

প্রিয়াঙ্কার ‘আমি উহাকে পাইলাম’ ঘোষণার পর নিক জোনাসও একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন : ‘ভবিষ্যতের মিসেস জোনাস। আমার হৃদয়। আমার ভালোবাসা।’

প্রিয়াঙ্কা-নিক জুটির প্রথম দেখা হয় মিট গালা-২০১৭ অনুষ্ঠানে। এর কিছুদিন পর থেকেই এ কপোত-কপোতীর প্রেমের গুঞ্জন শুরু হয়। তাদের দুজনকে নিউইয়র্কে বিভিন্ন লাঞ্চ ও ডিনার পার্টিতে একসঙ্গে দেখা যায়। কিছুদিন আগে বাগদানের গুঞ্জন ছড়ায়। এয়ারপোর্ট নেমে প্রিয়াঙ্কাকে হীরের আংটি লুকাতেও দেখা যায়। তবে গতকালই দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে, একেবারে হিন্দু রীতি মেনে প্রিয়াঙ্কা-নিকের বাগদান সম্পন্ন হয়েছে।