প্রিয়াঙ্কা ‘ভারত’ ছাড়বেন, আগেই জানতেন ক্যাটরিনা!

পরিচালক আলী আব্বাস জাফরের ‘ভারত’ ছবি থেকে প্রিয়াঙ্কা চোপড়ার নাম প্রত্যাহারের পর থেকেই চলছে নানা আলোচনা-সমালোচনা। ঠিক কী কারণে প্রিয়াঙ্কা জাফরকে না বললেন, তা নিয়ে এখনও ভাসছে নানা গুঞ্জন। সুপারস্টার সালমান খানের সঙ্গে প্রিয়াঙ্কার স্নায়ুযুদ্ধের খবরও অজানা নয় কারও। এবার আরেক গোমর ফাঁস হলো। অভিনেত্রী ক্যাটরিনা কাইফ না কি আগে থেকেই জানতেন ‘ভারত’ ছাড়বেন প্রিয়াঙ্কা!

আলী আব্বাস জাফরের সঙ্গে দুটো ছবিতে কাজ করেছেন ক্যাটরিনা। কিন্তু ‘ভারত’ ছবিতে তিনি পরিচালকের প্রথম পছন্দ ছিলেন না। আব্বাস চেয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া প্রধান ভূমিকায় থাকুক। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে শুটিং শুরুর কিছুদিন আগে ইস্তফা দেন প্রিয়াঙ্কা। সেই ব্যক্তিগত কারণটিও যে সত্যি, তা আর কারও অজানা নয়। গত ১৮ আগস্ট প্রেমিক নিক জোনাসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

যাহোক, প্রিয়াঙ্কা চলে যাওয়ার পর ‘ভারত’-এ প্রবেশ করেন ক্যাটরিনা। কিন্তু নতুন খবর হলো, ক্যাটরিনা কাইফ আগেই জানতেন প্রিয়াঙ্কা এ ছবিতে থাকবেন না আর তাঁর স্থলে তিনি যোগ দেবেনই।

ওদিকে শ্রীলঙ্কান বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজও সালমান খানকে অনুরোধ করেছিলেন, প্রিয়াঙ্কার স্থলে যেন তিনি অভিষিক্ত হন। কিন্তু সালমান খান তাতে সাড়া দেননি। এজন্য জ্যাকুলিন হতাশও হয়েছেন। তাছাড়া ক্যাটরিনার সঙ্গে জ্যাকুলিনের সম্পর্কও খুব একটা ভালো নয়।

নানা কারণেই বেশ খোশমেজাজে ছিলেন লাস্যময়ী ক্যাটরিনা কাইফ। আর সে খবরও গোপন রইল না। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক আলী আব্বাস জাফর বলেছেন, ক্যাটরিনা তাঁকে এমন কিছু বলেছিলেন যা সত্যি হয়েছে।

‘এটা অদ্ভুত যদিও, তবু বলি। যখন টাইগার জিন্দা হ্যায় শেষ হলো, ক্যাটরিনা হেসে আমাকে বলেছিলেন, পরবর্তী সিনেমায় আমি তাঁকে (প্রিয়াঙ্কা চোপড়া) পাচ্ছি না। প্রিয়াঙ্কা যে ভারত-এ অভিনয় করবে, ওই সময় তা একদম ঠিকঠাক ছিল। ক্যাটরিনা হেসে বলেছিলেন, তিনি এ সিনেমার অংশীজন হতে চান। আর এখন তিনি ভারত সিনেমার অংশ। সম্ভবত এটাই নিয়তি ছিল।’

ভারত ছাড়ের পর গুঞ্জন উঠেছিল, প্রিয়াঙ্কার ‘অপেশাদারিত্বের’ কারণে সালমান খান তাঁর ওপর রাগ করেছেন।

শুটিং শুরুর মাত্র দশ দিন আগে প্রিয়াঙ্কা এ খবর জানিয়েছিলেন। ওই সময় বেশ কিছুদিন মুখ খোলেননি সালমান। পরে বলেন, ‘আমি খুব খুশি তাঁর (প্রিয়াঙ্কা) জন্য। আমরা যদি আরো আগে জানতাম যে সে হলিউডের বড় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে, আমরা কখনোই তাঁকে থামাতে চাইতাম না। আমার শুটিং শুরু হয়েছে। একেবারে শেষ মুহূর্তে আমরা তাঁর সিদ্ধান্ত জেনেছি, তাঁর শিডিউলের মাত্র ১০ দিন আগে।’

সালমান খান আরো বলেন, ‘প্রিয়াঙ্কা বাসায় এসেছিল। আমি তাঁকে বলেছিলাম : ঠিক আছে, যদি না চাও, কোরো না। সে সময় আমরা অন্য কারণ জেনেছিলাম। সেটা বিয়ে হোক বা চলচ্চিত্র হোক, ইন্ডিয়ায় বা আমার সঙ্গে তাঁর কাজ করার ইচ্ছে নেই; এটাই প্রধান কারণ। আমরা সত্যিই তাঁর ভালো কাজের সহায়ক। যদি সে সালমান খানের সঙ্গে কাজ করতে না চায়, ঠিক আছে; সে হলিউডের বড় তারকার সাথে কাজ করছে।’

পরিচালক আলী আব্বাস জাফর এসব অস্বীকার করেননি। তবে প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর এখনও সুসম্পর্ক আছে, এ কথা স্পষ্ট করে বলেছেন তিনি। ‘সে (প্রিয়াঙ্কা) প্রিয় বন্ধু। আমি আঘাত পাইনি, রাগও নেই তাঁর ওপর। প্রিয়াঙ্কা খুবই উপযুক্ত কারণ নিয়ে এসেছিল, তাই আমি না করতে পারিনি। অভিনয় ও পরিচালনা আমাদের পেশা, ব্যক্তিগত জীবনে আমাদের যা-ই হোক। পেশা ও ব্যক্তিজীবন দুটোরই মূল্য আছে। আমরা অনুভূতিহীন হতে পারি না। আর আমি তেমন মানুষও নই। আমি তাঁকে বুঝতে পেরেছিলাম।’

প্রিয়াঙ্কা-নিকের বাগদান নিয়ে আব্বাস বলেন, ‘প্রিয়াঙ্কার নতুন পথচলায় ভালোবাসা রইল। তাঁরা সুখী হোক। ব্যক্তিগত ও পেশাগত জীবনে এটা অবশ্যই তাঁর জন্য বিশেষ কিছু। ভারত টিমের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা।’

গত শনিবার প্রিয়াঙ্কা ও নিকের আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন হয়। একেবারে সনাতন রীতি মেনে দুই পরিবারের উপস্থিতিতে তাঁরা একে-অপরের সঙ্গী হন। ২০১৭ সালে তাদের প্রথম দেখা হয়। এখন বিবাহ অনুষ্ঠানের অপেক্ষায় বলিউডপাড়া।