‘ক্যাপ্টেন খান’এর রেকর্ড

ঈদকে কেন্দ্র করে সারা দেশে মুক্তি পাচ্ছে মোট চারটি সিনেমা। ওয়াজেদ আলি সুমন পরিচালিত, শাকিব-বুবলী’র ‘ক্যাপ্টেন খান’, একই পরিচালকের চলচ্চিত্র ‘মনে রেখো, অভিনয় করেছেন মাহিয়া মাহি ও কলকাতার শিল্পী বনি সেনগুপ্ত, মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’, অভিনয় করেছেন মাহি ও সাইমন এবং কলকাতার রাজা চন্দ পরিচালিত ‘বেপরোয়া’, অভিনয় করেছেন রোশান ও ববি।

চারটি ছবির মধ্যে দেশের অধিকাংশ সিনেমা হলে মুক্তি পাচ্ছে সুপারস্টার শাকিব খানের ‘ক্যাপ্টেন খান’। শান্ত এন্টারপ্রাইজ প্রযোজিত এই ছবিটি এরই মধ্যে ১৮৩টি সিনেমা হলে বুকিং হয়েছে।

ছবির পরিবেশক শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এ বিষয়ে বলেন, ‘আমরা এরই মধ্যে ১৮৩টি সিনেমা হলে ছবিটি বুকিং দিয়েছি। আরো ১৫-২০টা সিনেমা হলের সঙ্গে কথা হচ্ছে। সেক্ষেত্রে আজ রাতের মধ্যে আরো কিছু সিনেমা হল যুক্ত হবে। আশা করছি ২০০ টির বেশি সিনেমা হলে সিনেমাটি মুক্তি পাবে।’

মুক্তির দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে হার্টবিট প্রডাকশনের চলচ্চিত্র ‘মনে রেখো’।

মাহি অভিনীত এই ছবিটি দেশের ৬৭টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানের ম্যানেজার আবদুল আলিম।

মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিটি দেশের ২২টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত কলকাতার পরিচালক রাজা চন্দ পরিচালিত ‘বেপরোয়া’ ছবিটি মুক্তি পাচ্ছে একটি সিনেমা হলে। রোশান ও ববি অভিনীত এই ছবিটি নিয়ে জানতে চাইলে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‘মনে রেখো’, ‘জান্নাত’ ও ‘বেপরোয়া’ এই তিনটি ছবি ৯০টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আর ‘ক্যাপ্টেন খান’ মুক্তি পেতে যাচ্ছে দুশোটির মতো সিনেমা হলে। এর আগে ২০১৫ সালে ১৬৪টি সিনেমা হলে মুক্তি পায় শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘রাজাবাবু’। হলে মুক্তি পাওয়ার সংখ্যার বিচারে এটাই ছিল শাকিবের রেকর্ড। তবে এবার তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙছেন। আপাতত ১৮৩টি সিনেমা হল ঠিক হলেও এই সংখ্যা আরো বাড়তে পারে আজ রাতের মধ্যেই। যা হয়ে দাঁড়াতে পারে ২০০ টির ও বেশি সিনেমায়।