দেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের মতো অবস্থা নেই বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসবভনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘দুর্ভাগ্য আমাদের- বাংলাদেশ ৫০ বছরের মতো হতে যাচ্ছে স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু দেশে এখন পর্যন্ত একটা সুস্থ নির্বাচন প্রক্রিয়া তৈরি করতে পারলাম না।’
তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন আসলেই সমস্যার সৃষ্টি হয়। এটা কেন? অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে তো এমনটি হয় না। পাশের দেশ ভারতেও এতো সমস্যা আছে, তারপরেও কিন্তু নির্বাচনের সময় তাদের নির্বাচন নিয়ে কোনো সমস্যা তৈরি হয় না।
‘কারণ তারা একটা প্রতিষ্ঠান গঠন করেছে। যে প্রতিষ্ঠান নিরপেক্ষভাবে সকল দলের অংশগ্রহণের মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আমাদের এখানে যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে সকল দলের অংশগ্রহণ করা সম্ভব নয়’ বলেন বিএনপি মহাসচিব।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফ, যুবদলের সভাপতি আবু নূর, ছাত্রদল সভাপতি কায়েস প্রমুখ।