সৌদি থেকে প্রথম ফিরতি হজ ফ্লাইট ২৭ আগস্ট

পবিত্র হজ পালন শেষ। এখন হাজিরা অবস্থান করছেন মদিনায়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) রওজা জিয়ারতের মাধ্যমে হাজিরা সৌদি আরব সফর শেষ করবেন। আবার যারা হজের একটু বেশি সময় আগে সৌদি আরব গিয়েছিলেন, তাদের অনেকেই হজের আগেই নবীর রওজা জিয়ারত শেষ করেন। এখন তাদের দেশে ফেরার পালা।আগামী ২৭ আগস্ট(সোমবার) থেকে শুরু হচ্ছে হজের ফিরতি ফ্লাইট। আর শেষ হবে ২৬ সেপ্টেম্বর।

ওই দিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফিরতি প্রথম হজ ফ্লাইটটি ৪১৯ জন হাজি নিয়ে রাত ১০টা ১০ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

প্রথম ফ্লাইটের হাজিদের স্বাগত জানাতে বিমানের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

ফিরতি হজ ফ্লাইট শুরুর প্রথম দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের পাশাপাশি সৌদি এয়ারলাইনসের ফ্লাইটেও হাজিরা দেশে ফিরবেন।

চলতি বছর হজ পালনের জন্য ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ এক লাখ ২৭ হাজার ২৯৮ বাংলাদেশি সৌদি আরব গেছেন।
এ বছর হজ পালন করতে গিয়ে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত ৫১ হাজার ৮৮২ জন চিকিৎসাসেবা নিয়েছেন। আর মারা গেছেন ৮৩ জন হাজি।