বেনাপোলে ১০ টি স্বর্ণের বার ও ৯০ হাজার ডলারসহ আটক ৩

বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারেরর সময় ১০ টি স্বর্ণের বার ও ৮৯ হাজার ৮০০ মার্কিন ডলারসহ ৩ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার সময় পৃথক অভিযানে তাদের আটক করে বিজিবি।

যশোর-বেনাপোল মহাসড়কে আমড়াখালী বিজিবি চেকপোষ্টে ডলারসহ আটক হন যশোরের খড়কী এলাকার মমিনুল ইসলামের ছেলে হাসান আলী।
শালকোনা গাতিপাড়া সীমান্তে স্বর্ণ সহ আটক হন নড়াইলের নড়াগাতি গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুর রহমান ও একই গ্রামের কাউছারের ছেলে মাসুদুর রহমান।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরিফুল হক বলেন, স্বর্ণ ও ডলারসহ আটক তিনজনের নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সপোর্দ করা হয়েছে।