উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকার পক্ষে কাজ করতে হবে: জেসমিন আরা বেগম

প্রয়াত সাবেক সংসদ সদস্য এড.খান টিপু সুলতানের সহধর্মীনী ডা: জেসমিন আরা বেগম বলেছেন, সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যহত রাখতে চাইলে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে সকলকে কাজ করতে হবে৷ মণিরামপুরের সকল ক্ষেত্রে যে উন্নয়ন হয়েছে তা আপনাদের প্রিয় নেতা খান টিপু সুলতানের অবদান৷ তবে এ সব উন্নয়ন করা হয়েছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার থাকা কালে৷

শুক্রবার বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার কাশিপুর গোলদারপাড়া মোড়ে যুব সমাজের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও প্রয়াত নেতা খান টিপু সুলতানের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন৷

তিনি আরো বলেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে তারা সকল ভেদাভেদ ভুলে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের পক্ষে কাজ করবেন৷

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাশেম আলীর সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা সেলিম রেজার পরিচালনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, চেয়ারম্যান দূর্গাপদ সিংহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, প্রয়াত খান টিপু সুলতানের বড় ছেলে হুমায়ন সুলতান সা’দাব, কাউন্সিলর গৌর কুমার ঘোষ, সরদার এরশাদ আলী৷

এছাড়া অনুষ্ঠানে খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল আলীম জিন্নাহ, আওয়ামী লীগ নেতা আবুল বাশার, অরবিন্দু হাজরা, মশিউল আলম, মাষ্টার লিটন, শরিফুল ইসলাম, আলী রেজা, ঝাঁপা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, আওয়ামী লীগের নেতা ও সাবেক মেম্বর আমজাদ খান, সেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, চালুয়াহাটি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ আহবায়ক হবিবুর রহমানসহ ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মিরা উপস্থিত ছিলেন৷