যশোরে ট্রায়াথলন প্রতিযোগিতার উদ্বোধন করলেন মাহবুবুল আলম হানিফ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, খেলা-ধুলায় বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও অনেক ভালো করছে। একদিন খেলাধুলা নিয়ে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াবে। তিনি শনিবার যশোর উপ শহর পার্কে ওয়েষ্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের আয়োজনে ২য় জাতীয় ( পুরুষ/ মহিলা ) ও প্রথম জাতীয় (বালক/বালিকা) ট্রায়াথলন প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

সকাল নয়টায় যশোর উপশহর পার্কের পুকুরে সাঁতার এবং পরে পার্কের প্রধান গেট থেকে বিটিসিএল রাস্তা হয়ে সারথী মোড় ঘুরে কলেজের দক্ষিণ পাশ থেকে ফের পার্কের প্রধান গেট পর্যন্ত সাইক্লিং এবং দৌড়ের রুট করা হয়েছে। প্রতিযোগিতায় নারী ও পুরুষরা ৭৫০ মিটার সুইমিং, ২০ কিলোমিটার সাইক্লিং এবং দশ কিলোমিটার দৌড়ের আয়োজন করা হয়। আর অনূর্ধ্ব ১৪ বালক-বালিকারা ৭৫০ মিটার সুইমিং, দশ কিলোমিটার সাইক্লিং এবং তিন কিলোমিটার দৌড়ের আয়োজন প্রতিযোগিতায় ৮৩ জন পুরুষ ও বালক এবং ৩৪ জন নারী ও বালিকা অংশ নেয়।