আশুলিয়ায় দম্পতির মরদেহ উদ্ধার

আশুলিয়ার ভাড়া বাড়ি থেকে রুনা আক্তার ও এবায়দুল হক নামে এক দম্পতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার বিকালে আশুলিয়ার শ্রীপুর এলাকার হাসান কলোনীতে মজিবর দেওয়ানের মালিকানাধীন একটি কক্ষ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহত রুনা আক্তার ফেনীর পশুরাম থানার বদিউজ্জামানের মেয়ে। সে আশুলিয়ার হোপলেন পোশাক কারখানায় চাকরি করতো। অপরদিকে এবায়দুল হক একই থানার তারিগ্রামের আবদুল মালেকের ছেলে।

আশুলিয়া থানার এস আই ফারুক হোসেন জানান, খবর পেয়ে ঘরের দরক্ষা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। একজনকে খাটের উপর ফ্যানের সঙ্গে, অপরজনকে একটু দুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এসময় একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে লেখা আছে, ‘আমাদের মৃত্যু জন্য কেউ দায়ী নয়’ প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে দুইজনেই আত্নহত্যা করেছে। তবে বিষয়টি আরও তদন্ত করে ও ময়না তদন্তের প্রতিবেদন হাতে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।