যানজট বুঝাচ্ছে, মানুষ অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যানজট যেমন সমস্যা, আবার যানজট কিন্তু এটাও বুঝাচ্ছে যে বাংলাদেশের মানুষ অর্থনৈতিকভাবে অনেক উন্নত হচ্ছে।’ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে তিনি এ কথা বলেন।

যানজট নিরসনে ঢাকার চারদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মানে ঢাকাটা ঘিরেই একটা রিংরোড। কিন্তু, সেটা ঠিক ফ্লাইওভারের মতোই এলিভেটেড করে দেব।’

এ ছাড়া সড়ক দুর্ঘটনা রোধে শুধু চালকদের শাস্তি নিশ্চিত করলেই হবে না, যত্রতত্র যারা রাস্তা পারাপার হয় তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘এত বড় একটা দুর্ঘটনা ঘটল। এ রকম আন্দোলন হলো। তারপরও আমরা দেখি যে মানুষের মাঝে সেই সচেতনতা নাই। তারা যত্রতত্র রাস্তা পার হচ্ছে। ড্রাইভারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। যত্রতত্র রাস্তা পারাপার হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তাহলে এটা থামবে। তা ছাড়া থামবে না।’

আজ জাতীয় সংসদে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে এমন প্রশ্ন করেন সংসদ সদস্য নূরে হাসনাত লিলি চৌধুরী।

জবাবে প্রধানমন্ত্রী জানান, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করা, বাস স্টপেজের আধুনিকায়ন, ওভারপাস ও আন্ডারপাস নির্মাণসহ নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।