খাজুরা বাজারের উন্মুক্ত জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন

২০০ শত বছরের পুরাতন যশোর জেলার ঐতিহ্যবাহী খাজুরা বাজারের উন্মুক্ত জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খাজুরা টু কালীগঞ্জ সড়কে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর ব্যানারে অর্ধ কিলোমিটার লম্বা লাইনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খাজুরা হাট ইজারাদার রুবেল রানার নেতৃত্বে হাট ও নৈশ প্রহরীর সভাপতি জিয়াউর রহমান জয়ের সভাপতিত্বে ইউনিয়ন কৃষি অফিস, হাট পেরিফেরীর প্রাণকেন্দ্র মাংস পট্টি, বীজের হাট ও শতবর্ষী বটগাছ রক্ষার্থে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বক্তব্য রাখেন বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, হাট ইজারাদার নজরুল ইসলাম, লিন্টু রায়সহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, খাজুরা হাটের সাবেক ইউনিয়ন কৃষি অফিসের জায়গায় দীর্ঘদিন মাংস বাজার, বীজ বাজার ও পাইকারী কাঁচা বাজারের জন্য উন্মুক্ত ছিলো। সেই মোতাবেক বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিস হাট ব্যবসায়ীদের কাছে দীর্ঘদিন ঐ জায়াগাসহ সম্পূর্ণ হাট ইজারা দিয়ে আসছে। কিন্তু উক্ত জায়গা উচ্চ আদালত মালিকানাধীন করে দেওয়ার ফলে জায়গার মালিক দাবীদারগণ হাটের ঐ জায়গায় সীমানা প্রাচীর দিয়ে সরকারী ইউনিয়ন ভূমি অফিসের আট কক্ষ বিশিষ্ট বিল্ডিং ভেঙ্গে এবং শত বছরের একটি রেইন্ট্রি গাছ কেটে ফেলে নতুন বিল্ডিং তৈরি করছে। ফলে ঐতিহ্যবাহী এই হাটের জায়গা সংকট দেখা দিয়েছে। যার জন্য রাস্তার যত্রতত্রভাবে খোলা আকাশের নীচে মাংস, বীজ ও পাইকারী কাঁচা বাজার বসছে। যে কারণে হাটের দিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেই সাথে সাধারণ চরম ভোগান্তি বেড়েছে। যার ফলে এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীগণ আন্দোলনের কর্মসূচি ঘোষনা করেছে। এ আন্দোলন সরকারের দৃষ্টি গোচর না হলে তারা কঠোর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দিয়েছে।