বেসরকারি শিক্ষক-কর্মচারিদের ৪ শতাংশ সুদে ঋণ দাবি এমপি মনিরের

সারা দেশের সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিদের বাড়ি নির্মাণের জন্য ৪ শতাংশ হার সুদে ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। বৃহস্পতিবার বিকেলে দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব মনেপ্রাণে তিনি উপলব্ধি করেছিলেন শিক্ষাই জাতির মেরুদন্ড। সেই কারণে যুদ্ধবিদ্ধস্থ দেশে তিনি প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন।’

তিনি আরো বলেন, ‘চার দলীয় জোট সরকার আমলে শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করতো। আজকে মাননীয় প্রধানমন্ত্রী তাঁদের বিতন দ্বিগুন করেছেন। সরকারি শিক্ষক কর্মকর্তাদের বেতন ১শ’ ২৩ ভাগ বাড়িয়েছেন।’

মনিরুল ইসলাম বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারিরা ৪ শতাংশ সুদে ঋণ পায়। কিন্তু যে শিক্ষকরা আমাদের জাতির মেরুদন্ড আমি দাবি করছি যে, সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ন্যায় আমাদের দেশের বেসরকারি শিক্ষক কর্মকর্তা-কর্মচারিদের তাঁদের গৃহ নির্মাণ করার জন্য ৪শতাংশ সুদে ঋণ দেওয়া হোক। বিষয়টি অতিব জরুরী ও জনগুরুত্ব বিধায় আমি এই বিষয়ে মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।