মণিরামপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপে দূর্বাডাঙ্গা ইউনিয়ন চ্যাম্পিয়ন

যশোর মণিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্দ্ধ-১৭ এর ফাইনাল খেলায় দূর্বাডাঙ্গা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার তারা ১-০ গোলে ঝাঁপা ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে। এদিন বিকালে ঐতিহ্যবাহী মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্ধারিত সময় খেলা শুরু হয়৷ শুরু থেকেই উভয় দল গোলের সন্ধানে মরিয়া হয়ে আক্রম-পাল্টা আক্রমন চালাতে থাকে। খেলোয়াড়দের ঐক্যবদ্ধ আক্রমনে ঝাঁপা ইউনিয়নের রক্ষনভাগ ভেঙেপড়ে। আর এ সুযোগ কাজে লাগিয়ে দূর্বাডাঙ্গা ইউনিয়নের ৮নং জার্সিধারী প্লেয়ার দলের পক্ষে প্রথম গোল করে দলকে বিজয়ী করে৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের জাতীয় সংসদ সদস্য স্বপন ভট্রাচার্য্য৷ বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান৷

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিসোস সেন্টারের ইনেসট্রক্টর মকবুল হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুস সবুর,যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ মোল্লা, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, মেডিকেল অফিসার মেহেদী হাসান সাংবাদিক নুরুল হক, আনোয়ার হোসেনসহ উপজেলার সুধীজন৷ আরও উপস্থিত ছিলেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মন্টু, দূর্বাডাঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবর রহমান৷ খেলাটি উপভোগ করেন বিভিন্ন ক্রীড়া সংগঠক ও ফুটবল প্রেমি শত শত দর্শক। খেলাটি পরিচালনা করেন হুমায়ন কবির, বশির আহমেদ ও বিরেস্বর৷ ধারাভাষ্যে ছিলেন অধ্যাপক আব্দুল আলিম, মাহির হাসান সোহাগ হাসান।