যশোরের বাঘারপাড়া উপজেলায় ভাইয়ের ছেলেদের লাঠির আঘাতে চাচা নিহত হয়েছেন।
শুক্রবার উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়নের খানপুর গ্রামে ছোট ভাইয়ের ছেলেদের লাঠির আঘাতে আবদুর রহমান (৪৮) আহত হন। শনিবার সকালে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আবদুর রহমানের ছোট ভাই ইকরামুল ইসলাম বলেন, গতকাল বিকেলে জমিজমা নিয়ে ইকবাল হোসেনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ইকবাল হোসেনের দুই ছেলে আবদুর রহমানের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন।
বাঘারপাড়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ ওহিদুজ্জামান বলেন, জমিজমা নিয়ে দ্বন্দ্বের কারণে ভাইয়ের ছেলেদের লাঠির আঘাতে আবদুর রহমান মারা গেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।