যশোরের মণিরামপুরে চাঁদার দাবিতে স্বেচ্ছাসেবক লীগ কর্মী শফিয়ার রহমান ডলারকে মারপিট করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার দোলখোলার মোড়ে এ ঘটনা ঘটে। ডলার ওই এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, মণিরামপুরের কমিশনার রহমানের ভাই মিজান দীর্ঘদিন যাবত এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে নানা অপকর্ম করে রয়েছে ধরাছোঁয়য়ার বাইরে। তারই ধারাবাহিকতায় মিজান দ্বীন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ কর্মী ডলারের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় রোববার বেলা সাড়ে টার দিকে উপজেলার দোলখোলার মোড়ে ডলারের উপর আতর্কিত হামলা চালায়। লোহার রড দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা ডলারকে উদ্ধার করে দ্রুত মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্ভি করে। সেখানে তার অবস্থার অবনিত হওয়ায় যশোরর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।