যশোরে নাশকতা মামলায় আটক বিএনপি নেতাদের জামিন

যশোরে নাশকতা মামলায় আটক বিএনপি, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতার্মীরা জামিন পেয়েছেন। সোমবার জামিনের আবেদন জানালে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্ত উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন- কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, অভয়নগর থানা বিএনপি বিএনপির সাধারণ সস্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু , যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল হোসেন বাবুল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি নির্মল বিট, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, ৮ নং ওয়ার্ড কাউন্সিলার মুজিবর রহমান, ইউপি সদস্য মোহাম্মাদ আলী বেগ সোনা, অভয়নগর উপজেলা কৃষক দলের সভাপতি হাবিব বেগ, উপজেলা ছাত্রদলের সভাপতি মোল্যা হাবিবুর রহমান, সহ-সভাপতি মাসুদ রানা তুহিন, যুগ্ম সম্পাদক মামুন মোল্যা প্রমুখ।