বেনাপোলে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে মামলা

বেনাপোলে এক ব্যবসায়ী ও তার ছেলের কাছে চার লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের শেখ মজিবুর রহমানের ছেলে মশিয়ার রহমান আদালতে এ মামলা করেন।

আদালত সংশ্লিষ্ট থানাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ মামলার আসামিরা হচ্ছে- বেনাপোল সাদিপুর গ্রামের আহম্মেদ আলীর ছেলে বাদল, দৌলতপুর গ্রামের শাহাদত গোলদারের ছেলে সেলিম, একই গ্রামের মহিউদ্দিনের ছেলে ইব্রাহিম ও সাদিপুর গ্রামের দিদার সরদারের ছেলে মোহাম্মদ আলী।

মামলায় বাদী উল্লেখ করেন, সে ঢাকাতে ব্যবসা করেন।আসামিরা সন্ত্রাসী, চাদাবাজী, নারী পাঁচারের সাথে জড়িত। ইতোমধ্যে আসামিরা বাদী ও তার ছেলে শিমুল হোসেনের কাছে বিভিন্ন অযুহাতে চার লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এ নিয়ে তারা প্রায় বাদীর বাড়িতে এসে ভয়ভিতী দেখাতো। সর্বশেষ ১৪ সেপ্টেম্বর বাদীর ছেলে শিমুল হোসেন বাড়ি ফেরার সময় আসামিরা তার গতিরোধ করে চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় বাদীর ছেলে বুকে পিপ্তল ঠেকিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেই। পরবর্তিতে বাকি টাকা না দিলে খুন গুমের হুমকি দিয়ে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করেন।