হাবীব-উন-নবী খান সোহেল ‘আটক’

বিএনপির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ তাকে আটক করে বলে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, হাবীব-উন-নবী খান সোহলেকে আটক করে গুলশান থানায় নিয়ে যাওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু বলেন, একটি মিটিং থেকে ফেরার পথে গুলশান-২ এর গোল চত্বর থেকে সোহেলকে আটক করা হয়েছে।

সোহেলকে আটকের বিষয়টি অস্বীকার করেছে গুলশান থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বললেন, আমরা তাকে আটক করিনি।