সাভারের আমিন বাজার থেকে প্রায় কোটি টাকার নয়’শ গ্রাম হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলে- চাপাইনবাবগঞ্জ সদর এলাকার নবাব (৩৩) এবং শফিক। নবাব সরাসরি ভারত থেকে হেরোইন এনে সাভারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে।
ঢাকা জেলা উত্তর ডিবি’র ওসি এ এফ এম সায়েদ জানান, চাপাইনবাবগঞ্জ থেকে বিপুল পরিমান হেরোইন ঢাকায় ঢুকছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের তল্লাশী করে ৯’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।