যশোরের বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে ৩টি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন ও ৬কেজি গাজাসহ আব্দুল খালেক নামে একজনকে আটক করেছে বিজিবি। তবে চোরাচালানীর সাথে জড়িত মাদক ও অস্ত্র ব্যবসায়ি জামাল হোসেনকে আটক করতে পারেনি তারা। আটককৃত অস্ত্র, গুলি ও মাদক চালানের মালিক জামাল বলে জানায় বিজিবি ও স্থানীয়রা। আটককৃত আব্দুল খালেক ঘিবা গ্রামের নই মুদ্দিন আলীর ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল হক জানান, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ভারত থেকে বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে একটি অস্ত্র ও মাদকের চালান বাংলাদেশে অভ্যান্তরে প্রবেশ করছে জানতে পারেন তারা। এ খবরে সুবেদার আব্দুল মালেক একদল বিজিবি জোয়ান নিয়ে শুক্রবার ভোর রাতে সীমান্তের ঘিবা গ্রামের আব্দুল খালেকের বাড়ীতে অভিযান চালায়। তার বাসাবাড়ী থেকে উদ্ধার করা হয় উল্লেখিত অস্ত্র গুলি ও মাদকের চালান। আটক করা হয় খালেককে।
অস্ত্র, গুলি ও মাদকের চালানসহ আব্দুল খালেককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।