পবিত্র কাবা ধোয়ার কাজ করছেন মক্কার গভর্নর

সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম বা কাবা শরিফ ধোয়ার কাজ তত্ত্বাবধান করছেন মক্কার গভর্নর যুবরাজ খালিদ আল-ফয়সাল। সৌদি বাদশা সালমানের পক্ষে মঙ্গলবার থেকে তিনি এই কার্যক্রম শুরু করেন। খবর আরব নিউজের।

এই সময় যুবরাজ খালিদের সঙ্গে ছিলেন পবিত্র কাবার ইমাম আব্দুল রহমান আল-সুদাইস, বিশেষ জরুরি বাহিনীর প্রধান এবং হজ নিরাপত্তা বাহিনীর কমান্ডার।

পবিত্র কাবা শরিফের ভেতর থেকে জমজম কূপের পানির সঙ্গে গোলাপ জল মিশিয়ে ধৌত করা হয়েছে। পরে কাপড় দিয়ে মুছে দেয়া হয়।

কাবার ধৌত করার কাজ সমাপ্তির পর পবিত্র কাবা শরিফ ঘুরে দেখেন যুবরাজ খালিদ আল-ফয়সাল।