যে কোনো মূল্যে জনসভা করবে বিএনপি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার যে কোনো মূল্যে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে নীতিনির্ধারকদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, জনসভার প্রস্তুতি ও করণীয় নিয়ে বৈঠকে নেতারা নিজেদের মতামত দেন। বৃহত্তর জাতীয় ঐক্য গড়তে দলের দাবি ও লক্ষ্য নিয়ে তারা আলোচনা করেন। জাতীয় ঐক্য নিয়ে ২০ দলীয় জোটের শরিক রাজনৈতিক দলের মতামত নেয়ার বিষয়েও তারা সিদ্ধান্ত নেন।

এজন্য আজ গুলশান কার্যালয়ে সন্ধ্যা ৭টায় জোটের বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে জোট নেতাদের সঙ্গে আলোচনা করে জনসভায় বৃহত্তর জাতীয় ঐক্যের নেতাদের আমন্ত্রণ জানানোর বিষয়ে মতামত নেয়া হবে।

পাশাপাশি তাদের দাবি ও লক্ষ্য নিয়েও আলোচনা করা হয়। সূত্র জানায়, আগামী একাদশ জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দলের পক্ষ থেকে নির্বাচনকালীন সরকার ব্যবস্থার রূপরেখা নিয়েও নেতারা আলোচনা করেন।

দল সমর্থিত আইনজীবী ও থিংকট্যাংক থেকে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা সম্পর্কে নেয়া দুটি খসড়া রূপরেখা নিয়েও তারা নিজেদের মতামত তুলে ধরেন। খুব শিগগিরই এ রূপরেখা চূড়ান্ত করে জাতির সামনে উপস্থাপনেরও সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।