প্রধানমন্ত্রীর জন্মদিনে যশোরে যুবলীগের আনন্দ মিছিল

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে শুক্রবার যশোরে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে যুবলীগের নেতৃবৃন্দ আনন্দ মিছিল করেছে। সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নির্দেশে যশোর সদর উপজেলা ও শহর যুবলীগ এ মিছিলের আয়োজন করে।

মিছিলের অগ্রভাগে ছিলেন যশোর জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন টগর, সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন মিঠু, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হুদা পনি, সদস্য জাহিদুর রহমান লাবু, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস, যুগ্ম-আহবায়ক মাজাহারুল ইসলাম মাজহার ও শহীদুজ্জামান শহীদ, শহর যুবলীগের আহবায়ক মাহামুদুর রহমান মিলু, যুগ্ম-আহবায়ক সোলাইমান খান র‌্যাফেল ও মেহবুব রহমান ম্যানসেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর কবীর বিজু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাঈদ সরদার প্রমুখ।

মিছিলে রোহিঙ্গা ইস্যুতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শি নেতৃত্ব এবং ‘ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড এন্ড স্পেশাল রিকগনিশন ফর আউট স্ট্যান্ডিং লিডারশিপ সম্মাননা পাওয়ায় অভিনন্দন জানানো হয়।