জঙ্গি একটি ধ্বংসত্মক সামাজিক গোষ্ঠি : কাজী নাবিল আহমেদ

যশোর সরকারি মহিলা কলেজে ‘জঙ্গিবাদ প্রতিরোধে নৈতিক শিক্ষার গুরুত্ব’ বিষয়ক সেমিনারে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, দেশ থেকে জঙ্গিবাদ প্রতিরোধ করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান গুলোর ভূমিকায় জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব নয়। সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিকভাবে প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে। জঙ্গি একটি ধ্বংসত্মক সামাজিক গোষ্ঠি। এরা ইসলামের অপব্যাখ্যা করে দেশের ক্ষতি করছে। ইসলাম ধর্মে মানুষ হত্যা করে ধ্বংসলীলা সৃষ্টিকে কোনভাবেই সমর্থন করে না। ইসলাম শান্তি ও স্বত্বির ধর্ম।

শনিবার কলেজ প্রাঙ্গণে যশোর এনএসআই ও কলেজের আয়োজনে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ প্রফেসর ড.এম হাসান সরোওয়ার্দীর সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। এটা অনেকের কাছে পছন্দ হচ্ছে না। তাই ইসলামের নাম ব্যবহার করে তরুণদের ধ্বংসলীলা করতে চাই।

এ সময় বিশেষ অতিথি ছিলেন এনএসআইয়ের যুগ্ম-পরিচালক এনএসকে শাহিন, অতিরিক্ত পরিচালক (ডিএসবি) আনসার উদ্দিন, সিনিয়র জেলসুপার কামাল হোসেন ও জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন। বক্তব্য রাখেন ভুক্তভোগী সাদ্দাম ইয়াসির সজল।