যশোরে সোহাগ হত্যাকান্ডের ঘটনায় মামলা, আটক হয়নি কেউ

যশোর শহরের পুরাতনকসবা কাজিপাড়ায় শরিফুল ইসলাম সোহাগ (২৮) হত্যাকান্ডের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৫/৭ জনকে আসামি করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি।

থানা সূত্রে জানা যায়, নিহত সোহাগের ভাই ফেরদৌস হোসেন সোমরাজ বাদি হয়ে শনিবার ২৯ (সেপ্টেম্বর) রাতে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

আসামিরা হচ্ছে ইয়াসিন মোহম্মদ কাজল, তাইজুল ইসলাম, টিপু, আমিরুল, সাগর, তরুন, আল আমিন, ও ডাবলু। আসামিদের মধ্যে তাইজুলের বাড়ি সদর উপজেলার খোলাডাঙ্গায়। অন্য ৭ জনের বাড়ি পুরাতন কসবা কাজিপাড়ার বিভিন্ন এলাকায়। অজ্ঞাত নামা আসামি দেখানো হয়েছ্ েআরো ৫/৭ জনকে।

কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, হত্যাকান্ডের ঘটনায় এখনো পর্যন্ত কেউ আটক হয়নি। তবে আসামি আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে সোহাগকে একই এলাকার প্রতিপক্ষরা বাড়ির অদূরে ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করে।