ফখরুলসহ বিএনপির ৭ নেতার আগাম জামিন

পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে হাতিরঝিলসহ বিভিন্ন থানায় করা মামলায় আগাম জামিন পেয়েছেন মির্জা ফখরুল ইসলামসহ বিএনপির সাত শীর্ষ নেতা।

জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বুধবার হাইকোর্টে হাজির হয়ে তারা জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ সাত বিএনপি নেতার জামিন মঞ্জুর করেন।

রাজধানীর হাতিরঝিল, মিরপুর মডেল, খিলগাঁও থানায় এসব মামলা দায়ের হয়।

বিএনপি নেতাদের পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মওদুদ আহমদ।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির।

পরে জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, নিম্ন আদালতে পুলিশ প্রতিবেদন জমা হওয়ার আগ পর্যন্ত বিএনপি নেতাদের জামিন দেয়া হয়েছে।

গত সোমবার হাতিরঝিল থানার এসআই শরিফুল ইসলামের করা ওই মামলায় বিএনপির ৫৫ নেতাকর্মীকে আসামি করা হয়।

তাদের মধ্যে সাতজনকে গ্রেফতারের পর আদালতে হাজির করে একদিনের রিমান্ডেও নিয়েছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবিতে রোববার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা ‘উসকানিমূলক’ বক্তব্য দেন।