যশোর সিটি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি বিল্লালের জন্মদিন উদযাপন

যশোর সরকারি সিটি কলেজের ছাত্রলীগের সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবালের উদ্যোগে কলেজ শাখার সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেনের জন্মদিন উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় সিটি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আনওয়ার হোসেন কেক কাটার মাধ্যকে বিল্লাল হোসেনের জন্মদিনের শুভদিনটি শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন- দর্শন বিভাগের সহকারী অধ্যাপক বিকাশ চন্দ্র পাল, রসায়ন বিভাগের প্রভাষক বিবেক বিশ্বাস, ইসলামি ইতিহাস বিভাগের প্রভাষক আখতারুজ্জামান, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার মারুফ হুসাইন ইকবাল, যুগ্ম-সম্পাদক আব্দুলাহ-বিন-জাহাঙ্গীর (হৃদয়), সমাজ সেবা সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রলীগ নেতা আল-আমিন, মফিজুর রহমান, ওয়াহিদুজ্জামান, উৎপল প্রমুখ।