শিল্পকলা একাডেমীর নির্বাচনে ‘স্বাধীনতার চেতনায় সংস্কৃতির শুভযাত্রা’ পরিষদের মনোনয়নপত্র দাখিল

বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ডিএম শাহিদুজ্জামানের নেতৃত্বে স্বাধীনতার চেতনায় সংস্কৃতির শুভযাত্রা পরিষদ যশোর জেলা শিল্পকলা একাডেমীর আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছে।

নির্বাচনে প্রার্থীরা হলেন- সহ সভাপতি পদে চাঁদের হাটের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক নেতা ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও বিশিষ্ট আইনজীবী জেলা উদীচীর সহ সভাপতি আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক পদে তির্যকের প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপঙ্কর দাস রতন, যুগ্ম সম্পাদক পদে ধারা’র নির্বাহী পরিচালক ও যাত্রা শিল্পী লিপিকা দাশগুপ্তা ও উপস্থাপক ও সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবিব পারভেজ এবং সদস্য ৫টি পদে জেলা উদীচীর সহ সভাপতি ও শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সরকারি কৌশলী অ্যাড. সোহেল শামীম আশিষ, ক্রীড়া ব্যক্তিত্ব আনিসুজ্জামান পিন্টু, নাট্যকর্মী নাসির উদ্দিন মিঠু, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সপ্তসুরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও স্পন্দন সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

স্বাধীনতার চেতনায় সংস্কৃতির শুভযাত্রা পরিষদের নেতৃবৃন্দ বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের অন্যতম সংগঠক কবি ও সাংবাদিক ফখরে আলমের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচার অভিযান শুরু করেছে।