শিরোপা জিততে ভারতীয় যুবাদের পুঁজি ৩০৪

যুব এশিয়া কাপের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে তিন উইকেটে ৩০৪ রান সংগ্রহ করেছে ভারত। সুতরাং, শিরোপা জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ৩০৫ রান।

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে চারজন হাফ সেঞ্চুরি করেছেন। যশসভি জাইসওয়াল ৮৫, অনুজ রাওয়াত ৫৭, সিমরান সিং ৬৫* ও আয়ুশ বদনি ৫২* রান করেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে কালানা পেরেরা ১টি, কালহারা সেনারত্নে ১টি ও দুলিথ ওয়েলালাগে ১টি করে উইকেট শিকার করেন।

রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ভারতের দুই ওপেনার জাইসওয়াল ও রাওয়াত ১২১ রানের পার্টনারশিপ গড়েন। দলীয় ১২১ রানে রাওয়াত আউট হয়ে যান। দলীয় ১৮০ রানে সাজঘরে ফেরেন জাইসওয়াল।

দলের রান যখন ১৯৪ তখন ফিরে যান দেবদুত পাদিক্কাল। তার ব্যক্তিগত সংগ্রহ ৩১ রান। এরপর সিমরান সিং ও বদনি অপরাজিত থেকে ইনিংস শেষ করে আসেন। দুজনই হাফ সেঞ্চুরি করেন।