মণিরামপুরে দু’জনের অপমৃত্যু

যশোর মণিরামপুর উপজেলায় দু’জনের অপমৃত্যু হয়েছে। তার হলেন, জালালপুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (৪৮) ও একই উপজেলার গোবিন্দপুর গ্রামের কওসার আলী (৮০)।

পুলিশ জানিয়েছেন, রোকেয়া কয়েকদিন ধরে মাথার যন্ত্রণায় ভুগছিলেন। রোববার রাতের খাবার শেষে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। পরে রাতের কোনো এক সময় সবার অজান্তে বাড়ির আঙিনায় পেয়ারা গাছে গলায় ফাঁস দেয় রোকেয়া। টের পেয়ে রাত তিনটার দিকে রাড়ির লোকজন তার লাশ নিচে নামান। পরে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে সোমবার সকালে মাঠে মাছ ধরতে গিয়ে কওসার আলী (৮০) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।

মৃতের ভাগ্নে কবির হোসেন জানিয়েছেন, সোমববার সকালে ভাত খেয়ে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যান মামা। দুপুর ১২টার দিকে স্থানীয় মুজাহিদ নামে একটি শিশু বাড়িতে এসে কওসর আলীর মৃত্যুর খবর দেয়। পরে পরিবারের লোকজন যেয়ে তার লাশ উদ্ধার করে।