ঢাকা আনা হয়েছে গ্রেনেড হামলার আসামিদের

গাজিপুরের কাশিমপুর কারগার থেকে ঢাকায় আনা হয়েছে গ্রেনেড হামলা মামলার ৩১ আসামীকে। পুলিশের প্রিজন ভ্যানে বাড়তি নিরাপত্তা দিয়ে তাদেরকে আজ সকাল সাড়ে ৮টার দিকে আলীয়া মাদ্রাসার অস্থায়ী বিশেষ আদালতে নিয়ে আসা হয়।

রায় পড়ার শুরু করার আগে তাদেরকে আদালতে তোলা হবে। তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ও আবদুস সালাম পিন্টুও রয়েছেন। এর আগে সকাল সাতটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রিয় কারাগার থেকে তাদেরকে নিয়ে রওনা দেয় পুলিশ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ ও ২ থেকে ১৪ আসামিকে আনা হয়েছে। আর কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে আনা হয়েছে ১৭ জন আসামিকে।

এদিকে আলোচিত এ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে পুরান ঢাকাসহ রাজধানীতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।।