যশোরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

যশোর-বেনাপোল সড়কের শার্শা শ্যামলাগাছী নামকস্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পুরুষ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নাভারণ ফাঁড়ির এসআই শাহিদুর রহমান জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে শ্যামলাগাছী নামকস্থানে সড়ক দুর্ঘটনার খবর শুনে তিনি ঘটনাস্থলে যান। পরে আহতকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার কাজল মল্লিক তাকে মৃৃত ঘোষণা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।