সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার প্রসঙ্গ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রসঙ্গে কেন আসেনি, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যশোরের উদীচী বোমা হামলা, কমিউটিস্ট পার্টির জনসভায় গ্রেনেড হামলার প্রসঙ্গও কেন আসেনি, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
শনিবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন বিএনপি নেতা।
২০০৪ সালে একুশের আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, রাষ্ট্রীয় মদদে হয়েছে এই হামলা। আর বিরোধী মতকে স্তব্ধ করতে এই ধরনের হামলার সমালোচনাও করা হয়েছে।
এই রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের চার নেতার যাবজ্জীবন এবং বিএনপি আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দলের তিন নেতার মৃত্যুদণ্ড হয়েছে।
রিজভী বলেন, ‘২১ আগস্ট বোমা হামলা মামলায় বিরোধী দলের প্রতি সরকারের আচরণ নিয়ে উচিৎ-অনুচিতের নানা বিষয় রায়ের পর্যবেক্ষণে তুলে ধরা হয়েছে, সেখানে কিন্তু বিরোধী দলের নেতাকর্মীদের হত্যার হুমকি দেয়া উচিত কিনা সেটা উল্লেখ করা হয়নি।’
‘সরকারের হুকুমে প্রতিদিনই আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিনা বিচারে মানুষ হত্যার হিড়িক চলছে-এই হিড়িক কি উন্নয়নের নমুনা নাকি রাষ্ট্রীয় সন্ত্রাস? এগুলো রায়ের পর্যবেক্ষণে না থাকলেও এর দায় তো বর্তমান সরকারের কাউকে নিতেই হবে। বর্তমান প্রধানমন্ত্রীর দর্পী মানসিকতা কেন রায়ের পর্যবেক্ষণে আসেনি?’
‘সাগর-রুনীসহ ৩৩ জন সাংবাদিককে হত্যার দায় কার? এটা কেন রায়ের পর্যবেক্ষণে আসেনি? বোমা হামলা শুরুই হয়েছে আওয়ামী লীগের আমলে। যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলা, রমনা বটমূলে বোমা হামলা, কমিউনিস্ট পার্টির জনসভায় পল্টনে বোমা হামলাসহ অসংখ্য বোমা হামলা হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। তাহলে এগুলোর রায়ের পর্যবেক্ষণে এলো না কেন?’
‘এগুলোর জন্য আওয়ামী লীগ কেন দায়ী নয়? তনু, মিতু, রিশা-দিশাসহ অসংখ্য নারী পাশবিক নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। শুধু টাঙ্গাইল জেলাতেই কলেজ ছাত্রী রুপাসহ চলন্ত বাসে তিন জন নারীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এগুলি দুঃশাসনেরই ফলশ্রুতি। নারী নির্যাতনের এই নৈরাজ্যকর পরিস্থিতি কেন রায়ের পর্যবেক্ষণে আসেনি।’
‘রায়ের পর্যবেক্ষণে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের কথা নাই কেন? বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রুপালী ও পুবালী ব্যাংক, ফার্মার্স ব্যাংক, বেসিক ব্যাংকসহ শেয়ার মার্কেট হরিলুটের কথা রায়ের পর্যবেক্ষণে নেই কেন? এগুলো নিয়ে জনগণের মনে নানা প্রশ্ন দানা বাঁধছে।’
২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের প্রতিবাদে ১৬ অক্টোবরের কালো পতাকা মিছিল ২১ অক্টোবর হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তবে পূর্বঘোষিত শ্রমিক দল ও মহিলা দলের কর্মসূচি যথাসময়ে পালন করা হবে।
রিজভীর দাবি, সেপ্টেম্বরের শুরু থেকে ১২ অক্টোবর পর্যন্ত মোট ৪১৮২ টি মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে ৮৮ হাজার ৭৭১ এবং অজ্ঞাত দুই লাখ ৭৭ হাজার ৮০৭ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় বিএনপির চার হাজার ৯৭৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।