যশোর এম এম কলেজে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত

যশোর সরকারি এম এম কলেজে সমাজবিজ্ঞান বিভাগে শনিবার অনার্স (সম্মান) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু তালেব মিয়া।

সমাজবিজ্ঞান বিভাগীয় প্রধান প্রফেসর সুধীররঞ্জন নাথের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সেখ আবুল কাওসার ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শৈলেশ কুমার রায়।

বিভাগের প্রভাষক হামিদুল হকের সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন সহযোগি অধ্যাপক কামরুল এনাম আহমেদ, সহযোগি অধ্যাপক ড.খ.ম রেজাউল করীম, সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারি অধ্যাপক মাহাবুবা সুলতানা, প্রভাষক বিষ্ণু কুমার পাল ও প্রভাষক ফেরদৌস শিকদার।

এছাড়া এদিন রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, গণিত, রসায়ন, পদার্থ, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, ইতিহাস সহ ১৯ বিভাগে ওরিয়েন্টশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।