ঐক্যফ্রন্ট ভূতের সরকার নাজেল করতে চায়: তথ্যমন্ত্রী

ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত ঐক্যফ্রন্টের সাত দফার কোনও ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের ৭ দফার কোনও ভিত্তি নাই। এদের ৭ দফায় কিছু অমিশন আছে, কিছু কমিশন আছে। তারা এই ৭ দফার মাধ্যমে ভূতের সরকার নাজেল করতে চায়। এর মাধ্যমে তারা অস্বাভাবিক সরকার আনতে চায়। এটি কোনও নির্বাচনি জোট নয়, এটি নির্বাচনি ঘোঁট। তাদের ৭ দফা হচ্ছে দুর্নীতিবাজ, খুনি, জঙ্গিদের রক্ষা কবচ।’

রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে এই মুহূর্তে কোনও রাজবন্দি নাই, যারা আছে তারা সবাই অপরাধী। খালেদা জিয়া দুর্নীতি মামালায় সাজাপ্রাপ্ত আসামি। তারেক খুনি, খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তাদের সাত দফা এসব চিহ্নিত অপরাধীদের গায়ে রাজনৈতিক লেবেল এঁটে পুনর্বাসন করার অপচেষ্টা।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বদরুদ্দোজা চৌধুরী তাদের অবস্থা পরিষ্কার করেছেন। তারা গতকাল (শনিবার, ১৩ অক্টোবর) পরিষ্কার করেছেন যে, বিএনপি-জামায়াতের জোটেও তারা যাবেন না, তারা আওয়ামী লীগের জোটেও আসবেন না। তাদের এই অবস্থানকে আমি শ্রদ্ধা করি।’