যশোরে বন্দুকযুদ্ধে যুবক নিহত

যশোরে কথিত বন্দুকযুদ্ধে জাহিদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার মণ্ডলগাতি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের দবি, নিহত যুবক মাদক ব্যবসায়ী। দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন।

নিহত জাহিদ শহরের শংকরপুর এলাকার আব্দুল হান্নানের ছেলে।

পুলিশ জানায়, সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে তারা খবর পায়, মণ্ডলগাতি এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি চলছে।

এর পর পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ লাশ এবং দুই কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

যশোর কোতোয়ালি থানার এসআই মোকলেসউজ্জামান বলেন, মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে সৃষ্ট বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, জাহিদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে ভারতে ছিল। সম্প্রতি সে এলাকায় এসেছে।