২০ দল থেকে বেরিয়ে গেল ন্যাপ-এনডিপি

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ও ন্যাশনাল ডেমক্রেটিক পার্টি এনডিপি।

মঙ্গলবার বিকাল তিনটায় গুলশানের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে জোট ছাড়ার ঘোষণা দেন ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি।

তিনি বলেন, সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে ২০ দলীয় জোটের শরিক দল ন্যাপ ও এনডিপি সাংবিধানিক, নিয়মতান্ত্রিক রাজনীতির স্বার্থে আজকে এই মুহূর্ত থেকে জোটের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছে।