যশোরে নরেন্দ্রপুরে নদীর পাড় থেকে অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগ

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের শ্রীপদ্দী গ্রামে মৃত আবুল কাশেমের বাড়ির পাশ থেকে লক্ষাধিক টাকার মাটি কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বাড়িতে ভৈরব নদী সংলগ্ন হওয়ায় বর্তমান বাড়ি ভাঙনের ভয়ে দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি।

স্থানীয়রা জানিয়েছেন, ১০ বছর আছে আবুল কাশেমের মৃত্যু হয়। এরপর থেকে নদীর পাড়ে ওই বাড়িতে তার স্ত্রী ও এক সন্তান বসবাস করছেন। ২৩ অক্টোবর সকালে এস্কেভেটর দিয়ে স্থানীয় ফিরোজের নেতৃত্বে শাহাজান, শাকিলসহ সাত-আট জন শ্রীপদ্দী গ্রামে যেয়ে আবুল কাশেমের বাড়ির পাশ থেকে লক্ষাধিক টাকার মাটি কেটে নিয়ে যায়। স্থানীয়রা বাঁধাদিতে এলে সন্ত্রাসীরা তাদের হত্যার হুমকি দেয়। বর্তমান আবুল কাশেমের পরিবার বাড়িটি নদী ভাঙনের ভয়ে দিন পার করছেন।

স্থানীয়দের অভিযোগ, উপরে উল্লেখ্য সন্ত্রাসীরা নদী থেকে প্রতিদিন অবৈধ্য ভাবে বালু উত্তলন করে আসছিলো। এখন বালি উত্তলনের সাথে সাথে নদীর আশে পাশের মানুষের বাড়ির জায়গা থেকে জোর পূর্বক মাটি কেটে নিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।