ঝিনাইদহে স্মার্টকার্ড বিতরণে দুর্বৃত্তদের হামলা, কর্মকর্তাদের মারধর

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণের সময় কর্মকর্তাদের মারধর করে ১৩০ টি স্মার্ট কার্ড ছিনতাই ও ল্যাপটপ ভাংচুর করেছে সন্ত্রাসীরা। বুধবার রাতে এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮/১০জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেছে সদর উপজেলা নির্বাচন অফিসের অফিস সহায়ক নুর আলী।

মামলার বিবরণে জানা যায়, বুধবার মহারাজপুর ইউনিয়নের কৃষ্ণপুর কেবিপিবি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হচ্ছিল। এসময় কৃষ্ণপুর গ্রামের ইজ্জত আলীর ছেলে আলী রশিদ নিয়ম ভেঙ্গে কার্ড নিতে গিয়ে টিমসহকারী মাজিদুল ও আবু সাইদের সাথে খারাপ আচরণ করে। এসময় তারা প্রতিবাদ করলে আলী রশিদ তাদের হুমকি দিয়ে চলে যায়। বিকেলে আলী রশিদের নেতৃত্বে মিনারুল ইসলাম, খাইরুল ইসলাম, উৎস, জনি মন্ডল, সংগ্রাম মিয়া, শেখর আহম্মেদ, সোহান রহমান, নাসির উদ্দিন, টিপু সুলতান, রাশেদ খান সজল, মোছাদ্দেক হোসেনসহ আরও ৮/১০ জন সেখানে এসে টিমসহকারীদের মারধর করে। এসময় তারা ল্যাপটপ ভাংচুর করে এবং স্মার্টকাড নিয়ে যায়।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।