নৌকা মার্কায় ভোট দিলে দেশ বাঁচবে : কাজী নাবিল

যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে যশোরে মেগা প্রকল্পে উন্নয়ন হয়েছে। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে যশোর উন্নয়ন যাত্রায় অগ্রভাগে রয়েছে। যশোরকে প্রথম ডিজিটাল জেলা, মেডিকেল কলেজ, আইসিটি পার্ক, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্টেডিয়ামের সম্প্রসারণ, বিমানবন্দরের উন্নয়ন সহ রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির, কালভার্ট-ব্রিজ সহ ব্যাপক উন্নয়ন করে এ অঞ্চলের মানুষের মানসম্মান বৃদ্ধি করেছেন। আগামীদিনে উন্নয়নের এই গতিশীলতা ধরে রাখতে সবাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। উন্নয়নের অগ্রযাত্রায় সবাইকে শামিল হতে হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। দলীয় সকল কন্দোল ভুলে যেয়ে নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নৌকা মার্কা বিজয়ী হলে দেশ বাঁচবে। দেশে নতুন করে কোন ধ্বংসলীলা তৈরী হবে না।

শনিবার যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নে বিদ্যুৎ উদ্বোধন ও কর্মী সমাবেশে ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু।

এ সময় প্রধান অতিথি বলেন, কচুয়া ইউনিয়নের প্রতি তার বিশেষ নজর রয়েছে। আগামী নির্বাচনে আবারো সংসদ সদস্য নির্বাচিত হলে কচুয়া ইউনিয়নের সকল অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করবেন। কচুয়া ইউনিয়নে স্কুল, কলেজ, মসজিদ-মন্দির, মাদ্রাসা, রাস্তা-ঘাট নিয়ে কাউকে দুঃচিন্তা করতে হবে। কচুয়া ইউনিয়ন মডেল করার দায়িত্ব নেন।

এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুখেন মজুমদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজ্জামান মিঠু, যুগ্ম-সম্পাদক লুৎফুর কবীর বিজু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সদস্য জাহিদুর রহমান লাবু, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস, যুগ্ম-আহবায়ক আজহারুল ইসলাম আজহার ও শহীদুজ্জামান শহীদ, শহরের আহবায়ক মাহামুদ হাসান মিলু, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল খান, যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম জনি প্রমুখ।