ট্রেনের ছাদ থেকে পড়ে রমজান আলী (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি নড়াইল জেলার চাঁচড়া তুলারামপুর গ্রামের শামছুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছেন, রোববার রমজান ঢাকা থেকে ট্রেনের ছাদে করে যশোর আসছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া রেল স্টেশনে আসলে তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে জিআরপি পুলিশ তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা রেফার করা হয়। কিন্তু রোগীর অবস্থা আশংকাজনক হওয়ায় সোমবার সকাল ১১টার দিকে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আনলে জরুরি বিভাগের চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন।