ড্যানিয়েল ফ্রেইতাস নামের ২৪ বছর বয়সী এক ব্রাজিলিয়ান ফুটবলার নশৃংসভাবে খুন হয়েছেন। শনিবার পারানার রাজধানী শহর কিউরিটিবার গ্রামীন অঞ্চল থেকে প্রায় ছিন্ন মস্তকে উদ্ধার করা হয়েছে তার মৃতদেহে। এমনকি কেটে নেওয়া হয়েছে যৌনাঙ্গও৷ ফ্রেইতাসের এমন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব সাও পাওলো।
২০১৫ সালে সাউ পাওলো এফসি’তে নাম লেখান ফ্রেইতাস। গত কয়েক বছর ধরে ধারে বিভিন্ন ক্লবে খেলেছেন এই মিডফিল্ডার। স্থানীয় একজন পুলিশ বলেছেন, ‘তার (ফ্রেইতাস) ঘাড়ের দু’দিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ধর থেকে মাথাটা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তার যৌনাঙ্গ কেটে নেয়া হয়েছে।’
ব্রাজিলিয়ান পত্রিকা ব্যান্ডা বি জানিয়েছে, ফ্রেইতাসের শরীরে আরও অনেক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহব্যাপি তার ওপর শারীরিক অত্যাচার চালিয়েছে খুনিরা। কিন্তু কি কারণে খুন হলেন এই ফুটবলার, তার কারণ ব্যাখ্যা করতে পারেনি পুলিশ। তবে তদন্ত চলছে বলে জানিয়েছেন তারা।